হ্নীলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাঠ মহড়া অনুষ্ঠিত

বার্তা পরিবেশক : বেসরকারী উন্নয়ন সংস্থা সুশীলনের ব্যবস্থাপনায় হ্নীলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাঠ মহড়া অনুষ্ঠিত হয়ছে।
১৭জানুয়ারী দুপুর আড়াই টায় হ্নীলা আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দাতা সংস্থা world Food Programme ( WFP) এর সহযোগিতায় সুশীলন কর্তৃক বাস্তবায়িত Cox’s Bazar Resilience program Activity-6 Anticipatory Acvtion and Capacity Strengthening for DMC at cox’ Bazar প্রকল্পের আওতায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে দুর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয় । সুশীলনের সহকারী পরিচালক উজির হোসেনের সঞ্চালনায় এই মহড়ায় মানুষের স্বাভাবিক জীবন যাত্রা, দুর্যোগের সংকেত, প্রস্তুতি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সিপিপির করণীয়, পরিবেশ রক্ষায় পাহাড় ও গাছ কাটার বিরূপ প্রভাব এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ স্থানে বসতির জীবন ও সম্পদের ক্ষতির ছিত্র তুলে ধরা হয়।
উক্ত মাঠ মহড়া অনুষ্ঠানে অনুষ্ঠানে অতিথি হিসবেে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা সিপিপি টীম লিডার কায়সার উদ্দিন আহমদ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় মুরুব্বী ছৈয়দ ওমর, রাজনীতিবিদ দেলোয়ার হোসেন মিল্কি, সুশীলনের উপজেলা প্রকল্প কর্মকর্তা গৌরঙ্গ ঘোষ, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সিপিপির ইউনিট টীম লিডার জান্নাতুল মোস্তফা, নুরুল আমিন, মোস্তাক আহমদ সাকি, জাফর আলম, নুরুল মোস্তফা, ও সুশীলনের মাঠ কর্মী আনোয়ার সাদাত, লুনা চাকমা, তরিকুল ইসলাম প্রমুখ।
সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সুশীলন সংস্থা অনেক ভালো উদ্যোগ নিয়ে একটি গণজাগরণ অংশ হিসেবে মানুষকে দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলা থেকে রক্ষার একটা মহড়া আয়োজন করেছেন। যা দুর্যোগ কবলিত এলাকার মানুষকে সচেতন করতে অত্যন্ত উপভোগ্য ও কার্যকর বলে মনে করি। আগামীতেও এই মাঠ মহড়ার প্রদর্শন অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন। ###

Social Plugin